প্রতিদিনই নতুন নতুন টেস্ট এবং অধ্যায় আপলোড করা হচ্ছে। আপনি চোখ রাখুন আর কোনো মন্তব্য থাকলে পেইজ এর শেষে মন্তব্য বক্স-এ মন্তব্য করুন। ধন্যবাদ।
ব্যাখ্যাঃ ..... ❌
ব্যাখ্যাঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। যেমন সভায় সাব্যস্ত হলাে : এক মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাসবদ্ধ পদের অংশগুলাে বিচ্ছিন্ন করে দেখানাের জন্য হাইফেনের (-) ব্যবহার হয়। যেমন : প্রীতি উপহার। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযােগ বােঝাতে ড্যাস (—) চিহ্ন ব্যবহৃত হয়। যথা : তােমরা দরিদ্রের উপকার কর-এতে তােমাদের সম্মান যাবে না—বাড়বে। ❌
ব্যাখ্যাঃ বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়ােজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলাের পরই কমা বসবে। ❌
ব্যাখ্যাঃ কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়ােজন হলে ব্যবহৃত হয় সেমিকোলন (;) যেমন— সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; এ মায়ার বাঁধন কি সত্যিই দুচ্ছেদ্য একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ব্যবহৃত হয় কোলন (:)। যেমন- সভায় সাব্যস্ত হলাে : দুই মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাসবদ্ধ পদের অংশগুলাে বিচ্ছিন্ন করে দেখানাের জন্য ব্যবহৃত হয় হাইফেন (-)। যেমন— এ আমাদের শ্রদ্ধা অভিনন্দন, আমাদের প্রীতি-উপহার। ❌
ব্যাখ্যাঃ বাক্যের পরিসমাপ্তি বােঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যথা_ চুয়াডাঙ্গায় বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপিত হয়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদের বিরতিকাল এক সেকেন্ড। জিজ্ঞাসা চিহ্ন (?), বিস্ময় চিহ্ন (!), কোলন (:), কোলন ড্যাস (:-), ও ড্যাস - থাকলে এক সেকেন্ড থামতে হয়। ❌
ব্যাখ্যাঃ বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি' (১৮৪৭)। এ গ্রন্থেই তিনি যতি বা বিরাম চিহ্নের সফল ব্যবহার করেন। ১৮৪০ সালে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর’ উপাধি পাওয়া এ লেখকের কয়েকটি অনুবাদ গ্রন্থ হলাে : শকুন্তলা, বেতালপঞ্চবিংশতি, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। তার মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ ও বিদ্যাসাগর চরিত। ❌
ব্যাখ্যাঃ ......। ❌
[Note: টেক্সট বুক বাের্ড প্রকাশিত মুনীর চৌধুরী রচিত ৯ম-১০ম শ্রেণির ব্যাকরণ বইয়ের তথ্য মতে ১২টি। তবে বিভিন্ন ব্যাকরণ বইয়ে কম-বেশি পাওয়া যায়।] ❌
ব্যাখ্যাঃ ...। ❌
ব্যাখ্যাঃ ... ❌
ব্যাখ্যাঃ... ❌
আপনি ২০ নম্বরে পেয়েছেন =
শতকরা পেয়েছেন ...........=