আলোচনা,,,,,
তিলােত্তমাসম্ভব ১৮৬০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের মধ্যে রচিত ও সে বছরই মে মাসে গ্রন্থাকারে প্রকাশিত। তিলােত্তমাসম্ভব চার সর্গে রচিত কাব্য ।সৌন্দর্য প্রতিমা তিলােত্তমাকে নিয়ে সুন্দ-উপসুন্দের দ্বন্দ্ব এই কাব্যের উপজীব্য। বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হলাে তিলােত্তমাসম্ভব’ কাব্য । অবশ্য কবি তার ‘পদ্মাবতী' (১৯৬০) নাটকের দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়ােগ করেছিলেন। কিন্তু সম্পূর্ণ গ্রন্থ হিসেবে তিলােত্তমাসম্ভব কাব্যই প্রথম।
মডেল প্রশ্ন
প্রশ্ন : মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনিকে
অবলম্বন করে তাঁর রচিত কাহিনির নাম কী?
উত্তর : তিলােত্তমাসম্ভব কাব্য (১৮৬০)।
প্রশ্ন :
উত্তর : মধুসূদন অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়ােগ ঘটান- ‘পদ্মাবতী’ নাটকে
তবে সফল প্রয়ােগ ঘটান তিলােত্তমাসম্ভব’ কাব্যে
প্রশ্ন :
উত্তর : মাইকেল মধুসূদন রচিত ‘তিলােত্তমাসম্ভব কাব্য’– বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup