অপূর্ব ক্ষমা ‘মীর মশাররফ হােসেন রচিত ‘বিষাদ-সিন্ধু' গ্রন্থের
মহররম পর্বের ষােড়শ প্রবাহ থেকে সংকলিত । এটি একটি পূর্ণাঙ্গ গল্প নয়। এটি গল্পাংশ। লেখক এ গল্পে ইমাম হাসান স্ত্রীকে ক্ষমার মহত্ত দেখিয়েছেন।................
অপূর্ব ক্ষমা: মডেল প্রশ্ন
প্রশ্ন : অপূর্ব ক্ষমা' গল্পটির রচয়িতা কে?
উত্তর : মীর মশাররফ হােসেন ।
প্রশ্ন : এটি কি একটি পূর্ণাঙ্গ গল্প?
উত্তর : না। এটি গল্পাংশ। (মীর মশাররফ
হােসেন রচিত ‘বিষাদ-সিন্ধু' গ্রন্থের
মহররম পর্বের ষােড়শ প্রবাহ থেকে
অংশটি সংকলিত)।
প্রশ্ন : অপূর্ব ক্ষমা’ গল্পে অনুজ কে?
উত্তর : ইমাম হােসেন
প্রশ্ন : ইমাম হাসানকে কে বিষ দিয়েছিল?
উত্তর : জাএদা।
প্রশ্ন : ইমাম হাসান নির্জনে কার সঙ্গে কথা
বলেছিলেন?
উত্তর : জাএদা।
প্রশ্ন : ইমাম হাসানের পুত্রের নাম কী?
উত্তর : আবুল কাসেম।
প্রশ্ন : সখিনা কে?
উত্তর : ইমাম হােসেনের কন্যা।
প্রশ্ন : আমি আপনার চির আজ্ঞাবহ দাস’
উক্তিটি কার?
উত্তর : ইমাম হােসেনের।
প্রশ্ন : হাসান-হােসেনের মাতামহের নাম কী?
উত্তর : হযরত মুহাম্মদ (স)।
প্রশ্ন : ‘অপূর্ব ক্ষমা' গল্পটিতে কোন রসের
প্রাধান্য পেয়েছে?
উত্তর : করুণরস।
প্রশ্ন : ‘অপূর্ব ক্ষমা’ গল্পটি কোন ভাষারীতিতে রচিত?
উত্তর : সাধু ।
প্রশ্ন : হাসানের মুখমণ্ডল সবুজ বর্ণ ধারণ ।করেছিল কেন?
উত্তর : বিষপানের ফলে।
প্রশ্ন : কে ইমাম হাসানকে চিনতে পারে নি?
উত্তর : : জাএদা । (এখানে চিনতে পারে নি বলতে
অপরিচিত বােঝানাে হয় নি। জাএদা
ইমাম হাসানকে অন্তর দিয়ে বুঝতে সক্ষম
হয় নি বােঝানাে হয়েছে ।)
প্রশ্ন : ঈশ্বর’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নির্ণয় কর।
উত্তর : ঈশ্বর = সংস্কৃত কৃৎ প্রত্যয়।
প্রশ্ন : ‘অপূর্ব ক্ষমা' গল্পাংশ থেকে স’
উপসর্গযােগে গঠিত কয়েকটি শব্দ বের
কর।
উত্তর : সশরীরে, সবিষাদে, সরােষে, সহিত, সহে, সবিশেষ ।
প্রশ্ন : হযরত মুহাম্মদ (স) ঈশ্বরের স্থানে কী
দেখলেন?
উত্তর : অতি রমণীয় ও সুসজ্জিত দুটি ঘর ।
প্রশ্ন : হযরত মুহাম্মদের (স) সঙ্গে কে ছিলেন?
উত্তর : জিব্রাইল ।
প্রশ্ন : হযরতের প্রশ্নের উত্তর দিতে কে লজ্জিত
হলেন?
উত্তর : প্রহরী।
প্রশ্ন : লােহিত বর্ণের, ঘরটি কার জন্য
নির্ধারিত?
উত্তর : ইমাম হােসেনের।
প্রশ্ন : ইমাম হােসেনের জন্য নির্ধারিত ঘরটি
লােহিত বর্ণ হবার কারণ কী?
উত্তর : শত্রুর অস্ত্রের আঘাতে ইমাম হােসেনের
মস্তকছেদন হবে। তার রক্তমাখা মুখের
চিহ্নই লােহিত বর্ণের কারণ ।
প্রশ্ন : মৃত্যুসময়ে ইমাম হাসানের মুখের বর্ণ কেমন হয়েছিল?
উত্তর : সবুজ বর্ণের।
প্রশ্ন : কার বাক্য অলঙ্ঘনীয়?
উত্তর : মাতামহের । হযরত মুহাম্মদ (স)-এর]
প্রশ্ন : ইমাম হাসানের মাতার নাম কী?
উত্তর : ফাতেমা (রা) ।
প্রশ্ন : ইমাম হাসানের পিতা কে?
উত্তর : হযরত আলি (রা)।
প্রশ্ন : ইমাম হাসানের মৃত্যুতে কে কে
কেঁদেছিলেন?
উত্তর : ইমাম হােসেন, হাসনেবানু, জয়নাব,
কাসেম ও আরাে অনেকে।
প্রশ্ন : তাঁর মৃত্যুতে কার কান্না কেউ লক্ষ করে
নি?
উত্তর : জাএদা।
প্রশ্ন : ইমাম হাসান কাকে ক্ষমা করেছিলেন?
উত্তর : জাএদা।
প্রশ্ন : তিনি কাকে কবচ দিয়েছিলেন?
উত্তর : কাসেমকে।
প্রশ্ন : হাসনেবানু ও জয়নাব কে?
উত্তর : ইমাম হাসানের স্ত্রী।
প্রশ্ন : ‘অপূর্ব ক্ষমা' গল্পাংশ থেকে কয়েকটি সন্ধিবদ্ধ শব্দ বের কর।
উত্তর : আশীর্বাদ, তন্নিমিত্ত, পরমেশ্বর, চতুর্দিক, উপর্যুপরি, নরাধম, জ্যোতির্ময়, ।
প্রশ্ন : অপূর্ব ক্ষমা' গল্পাংশ থেকে কয়েকটি
উপসর্গ খুঁজে বের কর।
উত্তর :
অ - অলঘনীয়, অখণ্ডনীয়, অমূল্যধন, অতল, অকারণ, অনর্থ;
প্র- প্রকাশ, প্রবেশ;
প্রতি - প্রতিশােধ, প্রতিবিধান;
সম- সম্মুখে;
নি - নিস্তব্ধ, নিঃসাহসী, নিগূঢ়;
নির - নিরপরাধ, নির্যাতন, নির্জন;
বি- বিবর্ণ, বিশেষ, বিদায়;
অনু - অনুমান, অনুভব, অনুরােধ;
অতি- অতিশয়;
স - সশরীর, সবিষাদ, সরােষ, সহিত
পরি - পরিত্রাণ, পর্যন্ত;
সু –সুসজ্জিত
প্রশ্ন : জ্যোর্তিময়’ শব্দের সন্ধিবিচ্ছেদ কর ।
উত্তর : জ্যোতিঃ + ময় । (অ, আ ছাড়া বিসর্গযুক্ত
অন্য স্বরের পরে স্বরবর্ণ, বর্গের তৃতীয়,
চতুর্থ, পঞ্চম বর্ণ কিংবা য, র, ল, ব, হ
থাকলে বিসর্গ স্থানে র হয় ।
প্রশ্ন : ‘বিষাদনীলিমা’ শব্দটি কোন ধরনের?
উত্তর : সমাসবদ্ধ । (বিষাদরূপ নীলিমা - রূপক কর্মধারয়)।
প্রশ্ন: অপূর্ব ক্ষমা' গল্পাংশ থেকে সমাসবদ্ধ
শব্দগুলাে খুঁজে বের কর।
উত্তর : চন্দ্রবদন, বিষাদনীলিমা, মস্তকছেদন,
ভ্রাতৃস্নেহ, যন্ত্রণাকুল, পদলুষ্ঠিত।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup