'হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;-
তা সবে (অবােধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লােভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহরি।
অন্দ্রিায়, নিরাহারে সঁপি কায়, মনঃ
মজিনু বিফল তপে অবরণ্যে বরি;
কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন ।
ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী দশা তবে কেন তাের আজি।
স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে-
“ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তাের আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!”
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে ।
অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতাটির প্রথমে নাম ছিল ‘কবি-মাতৃভাষা। কবিতাটিতে কবির বক্তব্য মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ।
কবিতাটি বাংলা সাহিত্যের প্রথম সনেট। বঙ্গভাষা' অষ্টক ও ষটকে বিভক্ত; সনেটে ষটকের মিলবিন্যাস - গঘঘগঙঙ ।
পর-ধন বলতে পাশ্চাত্য সাহিত্য; ‘বিফল তপে’ বলতে বিদেশি ভাষা চর্চা; শৈবালে বলতে পরভাষা বােঝানাে হয়েছে।
হে বঙ্গ’ বলতে কবি বাংলা ভাষাকে এবং কমল-কানন শব্দের ব্যঞ্জনার্থ বাংলা ভাষাকে বুঝিয়েছেন। কবিতায় কবি বঙ্গভাষাকে রত্নখনি হিসেবে পেয়েছে।
কুললক্ষ্মী’ বলতে ভাষাদেবীকে বা অন্তর্গত কবিসত্তাকে বােঝানাে হয়েছে।
মণিজাল’ শব্দের অর্থ – জালের মত ছড়িয়ে থাকা মণি। কেলিনু শব্দের গদ্যরূপ খেলা করলাম ‘বাছা’ শব্দটি দেশি ।
বঙ্গভাষা কবিতা: মডেল প্রশ্ন
প্রশ্ন : আধুনিক বাংলা কবিতার জনক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন : বঙ্গভাষার প্রাথমিক নাম কী ছিল?
উত্তর : কবি-মাতৃভাষা ।
প্রশ্ন : বঙ্গভাষা' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের কবিতা?
উত্তর : ‘চতুর্দশপদী কবিতাবলি’ (১৮৬৬)।
প্রশ্ন : বঙ্গভাষা' কবিতায় কবি ‘বঙ্গ’ বলতে কী বুঝিয়েছেন?
উত্তর : বাংলা ভাষাকে ।
প্রশ্ন : বঙ্গভাষা' কবিতায় কবি মাতৃকোষ বলতে কী বুঝিয়েছেন?
উত্তর : বাংলা সাহিত্যকে ।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সনেটের নাম কী?
উত্তর : বঙ্গভাষা ।
প্রশ্ন : সনেটের প্রবর্তক কে?
উত্তর : ইতালীয় কবি পেত্রার্ক
প্রশ্ন : বাংলা সনেটের প্রবর্তক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম সার্থক সনেট লেখক-
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সনেটের নাম কী?
উত্তর : বঙ্গভাষা ।
প্রশ্ন : বঙ্গভাষা' সনেটটি কোন ছন্দে রচিত?
উত্তর : : অক্ষরবৃত্ত।
প্রশ্ন : গঠনের দিক দিয়ে সনেট কত প্রকার?
উত্তর : ২ প্রকার ।
প্রশ্ন : বঙ্গভাষা' কবিতার যটকের মিল বিন্যাস-
উত্তর : গঘঘগঙঙ।
প্রশ্ন : বঙ্গভাষা' কবিতার অষ্টকের মিল বিন্যাস-
উত্তর : কখকখ খকখক।
প্রশ্ন : সনেটের পর্বসংখ্যা কতটি?
উত্তর : ২টি।
প্রশ্ন : ভাণ্ডারে তব বিবিধ রতন’-কার ভাণ্ডারে?
উত্তর : বাংলা ভাষা।
প্রশ্ন : ‘পর-ধন-লােভে মত্ত, করিনু ভ্রমণ'-এর পরের পঙক্তি হবে-
উত্তর : পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি ।
প্রশ্ন : ‘পরধন লােভে মত্ত, করিনু ভ্রমণ’- কবি পরধন বলতে কী বুঝিয়েছেন?
উত্তর : পাশ্চাত্য সাহিত্যকে ।
প্রশ্ন : কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন'- এখানে শৈবাল’ ও ‘কমল-কানন’ বলতে বােঝানাে হয়েছে-
উত্তর: পরভাষা ও মাতৃভাষা।
প্রশ্ন : ‘কেলিনু শব্দের অর্থ কী?
উত্তর : খেলা করলাম ।
প্রশ্ন : ‘স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে’-এর পরের পঙক্তি-
উত্তর : ‘ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি’ ।
প্রশ্ন : ‘এ ভিখারি-দশা তবে কেন তাের
আজি? লাইনটি কোন কবিতার?
উত্তর : বঙ্গভাষা ।
প্রশ্ন : ‘পালিলাম আজ্ঞাসুখে, পাইলাম কালে’- কে পেয়েছিলেন?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন : কবি পরদেশে নিজেকে কী মনে করলেন?
উত্তর : ভিক্ষুক ।
প্রশ্ন : বিফল তপে’ শব্দের অর্থ
উত্তর : নিষ্ফল বা ব্যর্থ তপস্যা ।
প্রশ্ন : কবি মাতৃভাষায় কবিতা রচনার দৈবী প্রেরণাকে কী হিসেবে কল্পনা করেছেন?
উত্তর : অধিষ্ঠাত্রী দেবী (কুললক্ষ্মী) ।
প্রশ্ন : ‘মেঘদূত’-এর লেখক কে?
উত্তর : সংস্কৃত ভাষার মহাকবি কালিদাস ।
প্রশ্ন : বঙ্গভাষা' কবিতার শেষ চরণ দুটি কোন রীতিতে রচিত?
উত্তর : শেকসপিয়রীয় ।
প্রশ্ন : বঙ্গভাষা’ সনেটে কত স্থানে যতিচিহ্নের ব্যবহার আছে?
উত্তর : চৌত্রিশ স্থানে।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup