বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক সৃষ্টি মানসী' (১৮৯০)। এটি রবীন্দ্রনাথ
ঠাকুরের কাব্যকলার পূর্ণপ্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ ।
যদিও তাঁর কাব্যজীবন অনেক আগে শুরু, তবে মানসী’তে
রবীন্দ্র কাব্যপ্রতিভার পূর্ণ উদয় সংঘটিত হয়েছে। এখানে বৃহৎ প্রকৃতির প্রভাব কবির আবেগ ও অনুভূতির
উপর ক্রিয়াশীল। এই বিশ্বের অবারিত শব্দ-স্পর্শ-রূপ-রস-গন্ধ কবির হৃদয় বেলাভূমিতে অবিরাম তরঙ্গাঘাত
করছে। এই আঘাতে কবির প্রাণের বিচিত্র অনুভূতি ও ভাব জাগছে। সেই অনুভূতি ও ভাব যে বাণীরূপ গ্রহণ
করছে, তা-ই কবির মানসী' কাব্যে উচ্চারিত।
বিশ্বকবির অন্তরে প্রবেশ করে তার অন্তরের ভাবে ও রূপে
রূপায়িত হয়ে তাঁর কাব্যে আত্মপ্রকাশ করেছে। ভেতর ও বাইরের মিলন হয়েছে। এই ভেতর-বাইরের
ব্যাকুলিত মিলন মুহর্তেই তার শ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত। এই মিলনকে রূপায়িত করাই তাঁর কাজ।
“এ চির জীবন তাই আর কিছু কাজ নাই
রচি শুধু অসীমের সীমা,
আশা দিয়ে ভাষা দিয়ে। তাহে ভালােবাসা দিয়ে
গড়ে তুলি মানসী প্রতিমা।”
অসীম বিশ্ব তাঁর কবিচিত্ত স্পর্শ করছে, তার কবিচিত্তও সেই বিশ্বের খণ্ড খণ্ড সৌন্দর্যের রূপদান করে সীমা
দ্বারা অসীমকে ব্যক্ত করে চলেছে। এভাবেই কবি অসীমের সীমা রচনা করে মানসী প্রতিমা গড়ে তুলেছেন।
এরূপেই চলেছে কবির সৃষ্টিপ্রবাহ। বিশেষের মধ্যে নির্বিশেষের লীলাই তাঁর কবিমানসের চিরন্তন সৃষ্টিপ্রবাহ।
রবীন্দ্রনাথ তাঁর পূর্বসূরিদের কাছ থেকে প্রেমের যে দর্শন পেয়েছেন তার মধ্যে নিজ মনের মাধুরী
মিশিয়ে প্রেমকে দেহসম্বন্ধ বিচ্যুত, নরনারীর বাস্তব ভােগাকাক্ষার উর্ধ্বে এক অনির্বাচনীয় আনন্দরসে
মাত করেছেন। মানসী’ কাব্যে এসেই প্রেমের এ নতুন মাত্রা সংযােজিত হয়েছে।
কবির মানসী’ দেহ সম্বন্ধের ঊর্ধ্বগত এক চিরন্তন সৌন্দর্যময়ী নারী- যার অধিষ্ঠান তাঁর চিত্তলােকে,
যাকে তিনি মানবীর মধ্যে পাবার জন্য বার বার আকাঙ্ক্ষা করে ব্যর্থ মনােরথ ও হতাশ হয়েছেন।
মানসীতে পূর্ণ যুবক কবির মধ্যে বাস্তব রূপ-রসের অতি প্রবল আকর্ষণ এবং বাস্তবাতীত সৌন্দর্য
প্রেমের জন্য তীব্র আকাঙ্ক্ষা- এই দুয়ের দ্বন্দ্ব দেখা যায়। বাস্তব কামনা বাসনার সংকীর্ণতা হতে
প্রেমকে মুক্ত করার জন্য এক বেদনাময় ব্যাকুলতা প্রকাশ পেয়েছে মানসীর মধ্যে।
মানসীর কবিতাগুলাে দুই ভাগে বিভক্ত। একদিকে অতীত জীবনের পিছুটানমূলক কবিতা, অন্যদিকে
নবযৌবনের নিরুদ্ধ কর্ম-উদ্দীপনার ধরদীপ্তি। এ কাব্যে ‘
নিষ্ফল কামনা’ নামক বিখ্যাত কবিতা ছাড়াও রয়েছে
মানসী: মডেল প্রশ্ন
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup